শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিপুল উৎসাহ-উদ্দীপনায় বরিশালে ঈদুল আযহা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক ।।

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশের মতো বরিশালে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়। ৭ জুন সকাল আটটায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্‌ ময়দানে বরিশালের সর্ববৃহৎ ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

হেমায়েত উদ্দিন ঈদগাহে্‌র পাশাপাশি নগরীর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং গির্জা মহল্লার জামে কশাই মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ্‌ ময়দানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হেমায়েত উদ্দিন ঈদগাহ্‌ ময়দানের জামাতে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন নামাজ আদায় করেন। নামাজের আগে তাঁরা উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ নামাজে অংশগ্রহণ করেন।

ঈদ জামাত পরবর্তী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন। এসময় তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া-মোনাজাত করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *