শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদপূনর্মিলনী

লালমোহন উপজেলা প্রতিনিধি ।।

লালমোহন সদর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সোমবার ০৯ জুন ইউনিয়ন আমীর মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার এসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিপির মহাসচিব, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মনোনীত ও জামায়াতে ইসলাম সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী  নিজামুল হক নাঈম।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের উপজেলা আমীর মুহাদ্দিস আব্দুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারি সুপার মাওলানা নুর মোহাম্মদ হেলালি, পৌর আমীর নিয়াজ মাহমুদ, পৌর সেক্রেটারি মাওলানা নুরনবী, লালমোহন উন্নয়ন ফোরামের সেক্রেটারি মোঃ মোর্শেদ আলম চৌধুরী।

এসময় জামায়াতের ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দসহ দুই শতাধিক কর্মী ও সহযোগী উপস্থিত ছিলেন। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার মাধ্যমে জনগণের সঠিক মতামতের আলোকে সৎ নেতৃত্ব নির্বাচন করে একটি আলোকিত বাংলাদেশ গড়ার গুরুত্বারোপ করেন। এজন্য ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছাকাছি যাওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছেন ভিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *