শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

এইচএসসি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

১০ আষাঢ় (২৪ জুন): সারাদেশের ন্যায় বরিশাল মহানগরীতে আগামী ২৬ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হবে। নগরীর ১২ টি কেন্দ্রে এইচএসসি, ৩টি কেন্দ্রে আলিম ও ৩ টি কেন্দ্রে এইচএসসি (বিএমটি/ ভোকেশনাল) পরীক্ষাসহ মোট ১৮ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার কেন্দ্র ও তার আশপাশ এলাকার ২০০ (দুইশত) গজ পরিধির মধ্যে যেকোন ধরনের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার,  ০৫ (পাঁচ) বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, অসৎ উদ্দেশ্যে ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রবাদি বহনের উপর বরিশাল মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৩০, ৩১ ও ৩৪ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সম্পূর্ণভাবে  নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

 

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *