নিজস্ব প্রতিবেদক।।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি এমপি হতে আসি নাই, আপনাদের সেবক হতে এসেছি। আর আপনারা হবেন এই বাউফলে মালিক আমরা হবো আপনাদের সেবক। বিগত দিনগুলোতে আপনাদের বানিয়ে রাখা হয়েছিলো সেবক আর কোনো ব্যক্তি ও তার পরিবার হয়ে গিয়েছিল এই দেশের মালিক। আমরা আর কাউকে এদেশের মালিক হতে দেব না। আর কাউকে মালিক বানাতে দেব না। এই বাউফলের মালিক জনগণ, মর্যাদা নিয়ে কথা বলবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এ দেশের মানুষ আরাম আয়েশে নিশ্চিতে কথা বলতে পারবে, গল্প করতে পারবে। কোনো টেনশন করতে হবে না শুধু এক আল্লাহ ছাড়া অন্য কোনো ভয় থাকবে না। আল্লাহর ভয় ছাড়া বাউফলের মানুষ অন্য কাউকে ভয় পাবে না। আমরা আমাদের বাউফলকে সোনার বাউফল বানাবো, আমাদের বাংলাদেশকে সোনার বাংলা বানাবো।
তিনি বলেন, ইতিমধ্যে এই হিজবুল্লাহ বাজারে অগ্নিসংযোগ হয়েছে সেখানে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের ভাইদের অন্য সমস্যা হয়েছে সেখানে থাকার চেষ্টা করেছি। মসজিদের জন্য আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি টাকার কথা বলছি না, টাকা দিয়ে মানুষ কেনা যায়, মানুষের মন জয় করা যায় না। আমরা মসজিদ, মন্দির, বাজার-ঘাট, লঞ্চ-ঘাট, টেম্পুস্ট্যান্ড দখল করতে আসি নাই ।
তিনি আরও বলেন, আমি বাউফলে এমপি হতে আসি নাই। আমাকে অনেকে বলেন মাসুদ ভাই জাতীয় নেতা ওনি ঢাকায় থাকেন। বিগত ১৭ বছর কোনো জাতীয় নেতা কতদিন থেকেছেন? যদি আমার থেকে বেশি একদিন বাউফলে থাকেন তাহলে যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নেব। আমি বাউফলে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ঢুকতাম না। আমি জানতাম বাউফলে ঢুকতে পারবো হয়তো বের হতে পারবো না।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।