জেলা প্রতিনিধি, পিরোজপুর:
বাংলাদেশ জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আজ ১লা জুলাই বিকাল ৫টায় জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
২০২৪ সালের জুলাইয়ে ফেসিস্ট হাসিনা সরকারের বর্বরোচিত হত্যা ও হামলায় প্রায় দুই হাজার মানুষ নিহত-আহত এবং পঙ্গুত্ব বরণ করে। এই সকল জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়ার ও মুনাযাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক সহ প্রমুখ ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ বলেন, “বাংলাদেশের জুলাই আন্দোলনে ছিলো একটি অভূতপূর্ব আন্দোলন, পৃথিবীর অন্য কোন দেশে এমন কোন নজির নাই। এ আন্দোলনে শুধু ছাত্র নয় বাংলাদেশ সর্বস্তরের জনগণ মহিলা, শিশু, সাধারণ মেহনতী মানুষ রাস্তায় নেমে এসেছিলো।
তিনি আরও বলেন, “শেখ হাসিনা তার পিতৃহত্যার প্রতিশোধের জন্য ক্ষমতায় বসেছিলো। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা অনেক শহীদের রক্তের অর্যিত চেয়ারে বসে আছেন তাই কোন দলের প্রতি একক সহানুভূতি প্রদর্শন করবেন না।”
অনুষ্ঠান শেষে মুনাজাতের মধ্যমে দেশের কল্যান ও সমৃদ্ধি কামনা করা হয় এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত সকলের জন্য দোয়া করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।