বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পিরোজপুর:

বাংলাদেশ জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আজ ১লা জুলাই বিকাল ৫টায় জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

২০২৪ সালের জুলাইয়ে ফেসিস্ট হাসিনা সরকারের বর্বরোচিত হত্যা ও হামলায় প্রায় দুই হাজার মানুষ নিহত-আহত এবং পঙ্গুত্ব বরণ করে। এই সকল জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়ার ও মুনাযাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক সহ প্রমুখ ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ বলেন, “বাংলাদেশের জুলাই আন্দোলনে ছিলো একটি অভূতপূর্ব আন্দোলন, পৃথিবীর অন্য কোন দেশে এমন কোন নজির নাই। এ আন্দোলনে শুধু ছাত্র নয় বাংলাদেশ সর্বস্তরের জনগণ মহিলা, শিশু, সাধারণ মেহনতী মানুষ রাস্তায় নেমে এসেছিলো।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা তার পিতৃহত্যার প্রতিশোধের জন্য ক্ষমতায় বসেছিলো। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা অনেক শহীদের রক্তের অর্যিত চেয়ারে বসে আছেন তাই কোন দলের প্রতি একক সহানুভূতি প্রদর্শন করবেন না।”

অনুষ্ঠান শেষে মুনাজাতের মধ্যমে দেশের কল্যান ও সমৃদ্ধি কামনা করা হয় এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত সকলের জন্য দোয়া করা হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *