শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন তজুমদ্দিন একাদশ

এরশাদ সোহেল, বিশেষ প্রতিবেদক।।
ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে লালমোহন উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তজুমদ্দিন উপজেলা একাদশ।
১০ জুন মঙ্গলবার বিকেল চারটায় লালমোহন সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধেই মো: সাইফুদ্দিন এর করা গোলে এগিয়ে যায় তজুমদ্দিন একাদশ। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন তজুমদ্দিন স্বেচ্ছাসেবক দল একাদশ।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহবায়ক মো: এনামুল হক, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব রবিন চৌধুরী, লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, লালমোহন উপজেলা শ্রমিক দল সদস্য সচিব মো: ফরহাদ রেজা, তজুমদ্দিন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, প্রস্তাবিত স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব আব্দুল গফুর, লালমোহন প্রেসক্লাব আহবায়ক সোহেল আজীজ শাহীন ও তজুমদ্দিন প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ।
খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বিজয়ীদের হাতে চ্যাম্পিয়নস ট্রফি এবং একটি রেফ্রিজারেটর তুলে দেন। এরপর তজুমদ্দিন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ভোলা’র গণতন্ত্র আন্দোলনের প্রথম শহীদ আব্দুর রহিমের পরিবারের হাতে রেফ্রিজারেটরটি হস্তান্তর করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *