শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

 চরফ্যাশনে চাঁদা না দেয়ায় ২ দিনমজুরকে পিটিয়েছে ছাত্রদল

শশিভূষণ প্রতিনিধি ।।
ভোলার চরফ্যাশনে চাঁদার টাকা না দেওয়ায় দুই দিনমজুরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। সোমবার (৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকরি বাজারে এই ঘটনা ঘটে। এঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আহতরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, চরকুকরি-মুকরি ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জলিল খাঁ’র ছেলে মো. হান্নান এবং একই ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদশু বয়াতির ছেলে মো. লোকমান (৩০)। এছাড়াও আহতদের উদ্ধার করতে গিয়ে হামালার শিকার হয়েছেন একই ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমাছ চৌকিদার।

হামলাকারীরা হলেন, চরকুকরি-মুকরি ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হালিম মাতব্বরের ছেলে মো. রাজিব। অপরজন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল রাড়ির ছেলে মো. সোহেব।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন মো. হান্নান খাঁ জানান, আমি ঢাকায় দিনমজুরের কাজ করি। গত রমজানের ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে আসলে ছাত্রদল নেতা রাজিব ও সোহেব আমার পরিবার আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় আমার কাছে ১ লাখ টাকা চাঁদাদাবি করেন। তখন আমি তাদেরকে ৫০ হাজার টাকা দিয়েছি। দীর্ঘ আড়াই মাস পর ঈদুল আজহায় ফের বাড়িতে আসলে রাজিব ও সোহেব আমার কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে আমার ওপর হামলা চালায় এবং আমাকে পিটিয়ে জখম করে। এসময় আমাকে উদ্ধার করতে এসে হামলার শিকার হন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমাছ চৌকিদার। পরে স্থানীয়দের সহযোগিতায় আমার পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন লোকমান জানান, আমি একজন দিনমজুর। আমি আওয়ামী লীগ করায় আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা রাজিব ও সোহেব। আমি টাকা দিতে অস্বীকার জানালে সোমবার সন্ধ্যায় আমাকে ব্যাপক মারধর করে তারা। পরে পরিবারের সদস্যরা আমাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আলমাছ চৌকিদার জানান, সোমবার রাতে কুকরি বাজারে ছাত্রদলের দুই নেতা রাজিব ও সোহেবসহ তাদের সহযোগী কয়েকজনে মিলে হান্নানের ওপর হামলা চালাচ্ছে এমন ঘটনা দেখে আমি উদ্ধার করতে গেলে আমাকেও মারধরের করা হয়। এই ঘটনায় আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি।

অভিযুক্ত ছাত্রদল নেতা রাজিব জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিএনপি’র নামে অপপ্রচার চালিয়েছেন হান্নান। সোমবার রাতে কুকরি বাজারে তার সাথে দেখা হলে কেন অপপ্রচার চালাচ্ছে জিজ্ঞেসা করা হয়েছে তাকে। এসময় আমার সাথে থাকা কিছু লোক তার ওপর হামলা চালিয়েছে। তখন উদ্ধার করতে এসে আলমাস চৌকিদারও হামলার শিকার হন। তবে লোকমানকে আমরা মারধর করিনি। অভিযুক্ত ছাত্রদল নেতা সোহেবকে পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *