ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে কৃষকদল নেতা সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন। এ সময় মুলাদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব সালাম কবির হাওলাদার (ভিপি সালাম)সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী বলেন, বিগত দিনে নিঃস্বার্থ ভাবে প্রায় ৩০ বছর ধরে বিএনপির জন্য কাজ করেছি। উপজেলা বিএনপি সহ-সভাপতি থাকা সময় নেতাকর্মীদের সঙ্গে ভালো সম্পর্কের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্কের সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে কখনও দলের ক্ষতি করিনি। সাধারণ মানুষের সমর্থনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো।
তিনি আরো বলেন, আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন সংসারের পরিবারজনদের দেখাশুনার জন্যই নয়, সমাজের মানুষদের কাজের জন্য। তাই আমি সমাজের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিলে সংসদ নির্বাচন করবো এবং মুলাদী-বাবুগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করবো।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।