বিশেষ প্রতিবেদক।।
ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দৈনিক বাংলাদেশ বাণী’র সম্পাদকের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাব আহবায়ক ফখরে আযম পলাশের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী’র সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন।
সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ বন্ধনের কথা তুলে ধরে সম্পাদক আযাদ আলাউদ্দীন বলেন, আপনাদের দোয়ায় আমি তৃণমূল থেকে সাংবাদিকতা করে বিভিন্ন স্তর পেরিয়ে সাংবাদিকতার সর্বোচ্চ ধাপ সম্পাদক হয়েছি।
যেহেতু আমি মাঠ পর্যায় থেকে উঠে এসেছি সেজন্য আপনাদের মাঠের সাংবাদিকদের কষ্ট আমরা বুঝি। আমি সবসময় চেষ্টা করি সাংবাদিকদের বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়ার। তজুমদ্দিন আমার জন্মস্থান, এখানকার মাটি ও মানুষের সাথে আমার বেড়ে ওঠা। ২০০৬-০৭ সালের দিকে তজুমদ্দিন প্রেসক্লাব ছিলো অগোছালো, আমি চেষ্টা করেছি আবার যেনো সবাই এক হয়ে প্রেসক্লাবটিকে পুনর্গঠন করতে পারি। আপনাদের সহযোগিতা আর আমার প্রচেষ্টায় সেটি সম্ভব হয়েছে।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন আরো বলেন, আমাদের আদর্শের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু প্রেসক্লাব ও সাংবাদিকতা পেশার প্রশ্নে আমরা যেনো সবাই এক থাকতে পারি। তবেই প্রকৃত সাংবাদিকতার বিজয় হবে।
আযাদ আলাউদ্দীন স্থানীয় সাংবাদিকদের উদ্দ্যেশ্যে আরো বলেন, আপনারা ব্যক্তি স্বার্থের চাইতে প্রাতিষ্ঠানিক স্বার্থকে অগ্রাধিকার দিন, তাহলে প্রেসক্লাব ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো।
সাংবাদিক আযাদ আলাউদ্দীন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত তজুমদ্দিনের সাংবাদিকদের খোঁজখবর নেন এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। একই সাথে সাংবাদিকদের পেশাগত পড়াশোনার উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি নিজের লেখা ‘সাংবাদিকতার বাঁকে বাঁকে’ বইসহ প্রেসক্লাবের সদস্যদের জন্য মিডিয়া বিষয়ক অর্ধশত বই উপহার দেয়ার ঘোষণা দেন।
সম্প্রতি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে মহানগর সংবাদদাতা হিসেবে নিয়োগ পাওয়ায় আযাদ আলাউদ্দীনকে তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্যরা অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আবদুল জলিল ও রফিক সাদী, সাবেক সাধারণ সম্পাদক এম নুরুন্নবী ও হেলাল উদ্দিন লিটন, দৈনিক বাংলাদেশ বাণী’র বিশেষ প্রতিবেদক এরশাদ সোহেলসহ তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।