নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা এবং সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে গণঅধিকার পরিষদ ভাটারা থানা।
সোমবার (১৬জুন) সন্ধ্যা ৭টায় শাহজাদ পুর কনফিডেন্স শপিংমলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা।
এখন যদি কেউ মনে করে, আমাদের দমিয়ে রাখবে তাহলে তাদের ভাবনা ভুল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে দখলদারি চলবে না, চাঁদাবাজি চলবে না। নতুন বাংলাদেশে কোনো পেশী শক্তির রাজনীতি চলবে না। এখন রাজনীতি হবে যোগ্যতা এবং মেধার। এখন রাজনীতিতে নেতৃত্বে দেবে ভালো মানুষেরা। চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাঁই হবে না। কেউ যদি পেশীশক্তির রাজনীতি করতে চায় তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। জুলাই গণঅভ্যুত্থান শুধু হাসিনার পতন ঘটায়নি আমাদের বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। স্বাধীনতার ৫৪বছরে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে। রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি।
দলের সহ সভাপতি আরিফুর রহমান বলেন, পটুয়াখালীর ডিসি দলীয় পারপাস সার্ভ করে। তাই তাকে সেখান থেকে সরানোর দাবি জানাচ্ছি। নুরুল হক নুরকে অবরুদ্ধ ও অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা হাসান মামুনকে বহিষ্কার দাবি জানান তিনি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।