শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিএনপির এমন আচরণে জনগণ নতুন করে ভাবতে শুরু করবে: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা ‌এবং সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে গণঅধিকার পরিষদ ভাটারা থানা।

সোমবার (১৬জুন) সন্ধ্যা ৭টায় শাহজাদ পুর কনফিডেন্স শপিংমলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা।

এখন যদি কেউ মনে করে, আমাদের দমিয়ে রাখবে তাহলে তাদের ভাবনা ভুল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে দখলদারি চলবে না, চাঁদাবাজি চলবে না। নতুন বাংলাদেশে কোনো পেশী শক্তির রাজনীতি চলবে না। এখন রাজনীতি হবে যোগ্যতা এবং মেধার। এখন রাজনীতিতে নেতৃত্বে দেবে ভালো মানুষেরা। চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাঁই হবে না। কেউ যদি পেশীশক্তির রাজনীতি করতে চায় তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। জুলাই গণঅভ্যুত্থান শুধু হাসিনার পতন ঘটায়নি আমাদের বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। স্বাধীনতার ৫৪বছরে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে। রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, এখন সবকিছু সংস্কার করে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। দেশকে সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরোনো বন্দোবস্তের দিকে নিয়ে যাবে। মনে রাখতে হবে শুধু একটা নির্বাচনের জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয়নি। আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান। আমরা এই সুযোগকে কাজে লাগাতে না পারলে দেশ পিছিয়ে যাবে। বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম সেই হিসেবে তারা আমাদের মিত্র। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরকে অবরুদ্ধ করে রাখা এবং দশমিনা গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ইন্ধন রয়েছে। বিএনপির এমন আচরণে জনগণ বিএনপি সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করবে।

দলের সহ সভাপতি আরিফুর রহমান বলেন, পটুয়াখালীর ডিসি দলীয় পারপাস সার্ভ করে। তাই তাকে সেখান থেকে সরানোর দাবি জানাচ্ছি। নুরুল হক নুরকে অবরুদ্ধ ও অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা হাসান মামুনকে বহিষ্কার দাবি জানান তিনি।

গণঅধিকার পরিষদ ভাটারা থানার সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, বাড্ডা থানার সাধারণ বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক জাহিদ, রামপুরা সাধারণ সম্পাদক বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব প্রমুখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *