শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কোম্পানীগঞ্জের বাগজুর থেকে পুটামারা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর থেকে পুটামারা পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে ইছাকলস ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার উপজেলার বাগজুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে যুবনেতা খন্দকার আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুস শহীদের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, শ্রমিকনেতা আল-আমিন খান, মজনু আহমদ, শাহীন আহমদ প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, সীমাহীন বৈষম্যের শিকার কোম্পানীগঞ্জ উপজেলার জনগণ। এ অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে পিছিয়ে থাকা উপজেলাগুলোর একটি কোম্পানীগঞ্জ। তিনি উল্লেখিত বাগজুর থেকে পুটামারা পর্যন্ত রাস্তা পাকাকরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে অতি দ্রুত এই রাস্তা পাকাকরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত কোম্পানীগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *