নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের বাকেরগঞ্জে আসমা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭জুন) সন্ধ্যার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আসমা একই উপজেলার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী আবুল হোসেন জানান, মাগরিবের নামাজের পর স্ত্রী মোবাইল ফোনে তাকে কল দিয়ে শেষবারের মতো দেখতে আসতে বলেন। তড়িঘড়ি করে বাসায় গিয়ে তিনি স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে মৌসুমি আক্তার বলেন, ‘আমার মাকে কে বা কারা হত্যা করেছে, আমরা এখনও জানি না। তবে আমাদের জমিজমা নিয়ে পূর্ববিরোধ ছিল, সে কারণেই হয়তো কেউ পরিকল্পিতভাবে মাকে হত্যা করেছে। ’
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, নিহতের ঘাড়ের ডান পাশে ধারালো অস্ত্রের দুটি গভীর আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।