শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাদের মাদক ও চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনির বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (১৭জুন) বরিশাল রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই দাবি তোলা হয়। একইসঙ্গে রনির বিচার চান তারা।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি রুস্তুম আলী সিকদার বলেন, দীর্ঘ ১৭বছর স্বৈরাচার অত্যাচার নিপিড়নের শিকার হয়েছি। অথচ আজ আমি ও আমার পরিবার রনি বাহিনীর হাতে জিম্মি।

তিনি বলেন, গত ১৩জুন বিকেলে ছাত্রদল আহ্বায়ক রনি, জুলফিকার ওরফে ‘ডিস জুলহাস’ এবং নেছাব আলীর নেতৃত্বে আমার মালিকানাধীন জমিতে থাকা ‘জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা ইউনিয়ন’ নামের একটি ক্লাবঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। এ ছাড়া বিএনপি কর্মী হবিব সিকদারের স্ত্রী সুমির শ্লীলতাহানী এবং তার গলার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এ সময় অন্তত ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।

রুস্তুম আলী বলেন, ঘটনার পর উল্টো রানাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব আলম আবু তাহেরকে বাদী করে আমার নামে ও ১৩জন বিএনপির নেতাকর্মীর নামে মামলা করেছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ছাত্রদল নেতা রনি ও তার ভাই লিটন এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সরবরাহ করে যুব সমাজ ধ্বংস করছে। ইউনিয়ন পরিষদের প্রকল্প, এলজিইডির রাস্তাঘাট এবং এডিপির কাজেও চাঁদাবাজি করে বেড়ায়। রনি নিজেকে তারেক রহমানের ঘনিষ্ঠ দাবি করে নেতাকর্মীদের ভয় দেখিয়ে দমন করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী জামল হোসেন মল্লিক ও মো. হেলাল সিকদার।

অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম রনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে একটি মহল বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি এসবের সঙ্গে জড়িত নই।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *