বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় কৃষি অদিদপ্তরের উদ্দ্যোগে পুনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিফ ২০২৪/২৫ অর্থবছরে উফশি আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। কৃষি সম্প্রসারন কর্মকর্তা তনয় সিংহের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্বার্থ সারথি দেউরী,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন,সাংবাদিক ইলিয়াস শেখ, সাব্বির হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক শুভ মোঘল,নুরুজ্জামান পলাশ প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন কৃষকেরা দেশ চালিকার মেরুদণ্ড, তারা গরীব নয়, তারা ফসল উৎপাদনের মাধ্যমে এ দেশের জনগনের মুখে আহার তুলে দেয়।এছাড়াও তারা কৃষি কাজে অধিক উৎপাদনের বিষয় কৃষকদের ধারনা দেন।অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের মাঝে উন্নত জাতের ধান ও অধিক ফসল উৎপাদনের জন্য বীজ ধান বিতরন করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।