ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশাল জেলার মুলাদী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে গতকাল বুধবার ১৮জুন বেলা ১টায় মুলাদী ইসলামীয়া রেস্টুরেন্টে মতবিনিময় করেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি,
উপজেলা সাবেক চেয়ারম্যান ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ¦ আঃ ছত্তার খান।
মতবিনিময় সময় তিনি বলেন, আমি বাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু। তখনথেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিকআদর্শের একজন সাহসী যোদ্ধা। আমি ১৯৮২ সালে মুলাদী
মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি শুরুর মাধ্যমেমুলাদী উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন, ১৯৯৬ সালেবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতির দায়িত্ব পালন করার পরথেকে মুলাদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যুবকদের সংগঠিত করে শহীদপ্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক শক্তিতে বলিয়ান করারজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার এই কঠোর পরিশ্রমের জন্য ১৯৯৭সালে তাকে মুলাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী
হিসেবে নির্বাচন করালে বড়বড় ৫ প্রার্থীর বিরুদ্ধে বিপুলভোটে বিজয় লাভ করি।
২০০০ সালে তিনি মুলাদী উপজেলাবিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। ২০০১ সালেবিপুল ভোটে মুলাদী পৌরসভার মেয়র নির্বাচিত হই ও ২০০৯ সালেমুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণেরসেবা করেছি।
২০১১ সালে বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিকসম্পাদক নির্বাচিত হয়েছি।
বর্তমানে আমি বরিশাল উত্তর জেলাবিএনপির ১নং সদস্য। তার রাজনৈতিক জীবনে জেল, জুলুম, হামলা,মামলা, নির্যাতনেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেররাজনৈতিক আদর্শ থেকে সরাতে পারেনি। রাজনৈতিক জীবন শুরু থেকেই জেল, জুলুম ও নির্যাতনের স্বীকার হই।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের চেষ্টা
চালিয়ে যাচ্ছি। তার দলকে শক্তিশালী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
রহমানের রাজনৈতিক আদর্শকে আরো শক্তিশালী ও সমাজের
উন্নয়নের জন্য জাতীয় নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ)
আসনে মনোনয়ন প্রত্যাশী। তিনি আরো বলেন, মনোনয়ন না
পেলেও আমি দলের জন্য ও দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো।
তিনি আরো বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ,
সন্ত্রাসী, দখলদার কিংবা মাদকাশক্ত লোকের জায়গা নেই। আরো
বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ
অনুযায়ী বিএনপির কোন পদ-পদবীতে থাকা লোকজন কোন বাজার,
ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার কমিটিতে থাকতে পারবে না।
আমার দলের যদি কোন নেতা, কর্মী কোন অপকর্ম করে থাকে
তার বিরুদ্ধে আপনারা কথা বলবেন। আমারও কোন অন্যায় দেখলে তাও
বলবেন। ভালো কাজ করলে তাও বলবেন। অন্যায়ের বিরুদ্ধে কথার বলার
জন্য আপনার সাথে আমি থাকবো।
আমি তৃণমুল বিএনপিকে সাথে নিয়ে দীর্ঘদিন
কেন্দ্রঘোষিত সকল কর্মসুচি মুলাদীতে বাস্তবায়ন করে আসছি,
আওয়ামীলীগের স্বাসনআমলে আমি বহুবার হামলা-মামলার স্বীকার
হয়েছি, বহুবার আমার বসত বাড়ী ভাংচুর করা হয়েছে, আমি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয় প্রত্যাশা
করবো দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি বরিশাল-৩
(মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে প্রস্তুত রয়েছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির
সাবেক সভাপতি আক্তার আকন, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র
সহ-সভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল, সহ-সভাপতি কে এম
মোশারফ, সাংগঠনিক সম্পাদক মিনাজুর রহমান, রিপোটার্স
ইউনিটির সহ-সভাপতি একে আজাজ কালাম খান, মোঃ ফারুক
ফরাজী, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সাংবাদিক ইউনিয়ন
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদার, সহ-সভাপতি আঃ রশিদ
হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রেজা হাওলাদার, সাংবাদিক সিরাজ
মোল্লা, গোলাম মোস্তফা, জসিম উদ্দিন হাওলাদার, মাইটিভি
প্রতিনিধি রাকিব হোসেন, অনলাইন প্রেসক্লাব সাধারণ
সম্পাদক শামীম সরদার প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।