শফিকুল ইসলাম মাসুদ , পিরোজপুর প্রতিনিধি: দুর্নীতি, লুটপাট, অনিয়ম এবং দলীয় কোন্দলের কারণে গত এক দশক ধরে পিরোজপুর পৌরসভায় কোনো লক্ষণীয় উন্নয়ন দেখা যাচ্ছে না। ফলে, পৌর এলাকার অধিকাংশ সড়ক এখন হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ। গর্তে ভর্তি এই সড়কগুলোর কারণে প্রতিদিন এখানে ঘটছে বিভীষিকাময় দুর্ঘটনা। বর্ষাকালে পরিস্থিতির তাৎক্ষণিক অবনতি ঘটে।
পৌরসভায় ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকারপুর এলাকার সড়কটি যেন একটি কাঁচা গ্রামের রাস্তার মতো অবস্থা; অথচ এটি শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে প্রতিদিন অপেক্ষাকৃত অনেক যানবাহন ও হাজার হাজার মানুষের যাতায়াত ঘটে।
পিরোজপুর ১৮৮৫ সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় এবং ১৯৯০ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু এত দীর্ঘ সময় পরও নাগরিক সেবার মান এখন সম্পূর্ণ বিপর্যস্ত।
পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা থাকার পরেও, সেখানকার ৯০ শতাংশ রাস্তা ভাঙার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মাঝে মাঝে কিছু রাস্তা মেরামত করা হলেও নিম্নমানের কাজের ফলে দ্রুতই এটি আগের অবস্থায় ফিরে আসে।
পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত শীল বলেন, “এক যুগ ধরে এখানে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। অধিকাংশ রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী। ঘর থেকে বের হলে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।”
স্থানীয়রা অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা ধ্রুব লাল দত্ত বণিক বলেন, “বরাদ্দের অভাবে সড়ক সংস্কার করা অসম্ভব হয়ে পড়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করে নাগরিকদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হবে।”
বর্তমানে পিরোজপুর পৌরসভায় ৮০ কিলোমিটার কার্পেটিং রাস্তা, ৪৮ কিলোমিটার পাকা রাস্তা, দেড় শতাধিক কিলোমিটার হেরিংবন্ড এবং ৬৮ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে, যেগুলোর অধিকাংশ এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এভাবে, পিরোজপুর পৌরসভাবাসীর আশা বেড়ে চলেছে, কখন তারা পাবেন সেই প্রয়োজনীয় উন্নয়ন যা তাদের নিরাপদ ও সহজ চলাচল নিশ্চিত করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।