বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কৃষকদের নিয়ে বাবুগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে কৃষি প্রযুক্তির উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আঃ রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কংগ্রেসে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দা ফারহীন তামান্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম হিমু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, বিএনপি নেতা আ: করিম হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাবুগঞ্জ উপজেলা সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহাবুব।

উপজেলার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে ও কৃষি সম্প্রসারণ বিভাগ সব কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ অন্যান্য শ্রেনিপেশার শতাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *