লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ড্রেজার এবং বলগেট মালিকদের মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার গজারিয়া খালগোড়া, তেঁতুলিয়া নদীর মোহনা ও লালমোহন খাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানের মাধ্যমে তাদের এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা মো. জাকির, চরভূতা ইউনিয়নের বাসিন্দা মো. হাবিব এবং চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. সোহাগ।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ওইসব বালু পরিবহনের খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন এবং দুইটি বলগেট আটক করা হয়। পরে খবর পেয়ে ড্রেজার এবং বলগেটের মালিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের বিভিন্ন পরিমাণে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, তবে ড্রেজার ও বলগেটের মালিকরা নদী থেকে অবৈধভাবে আর বালু উত্তোলন এবং পরিবহন করবেন না মর্মে মুচলেকা দিলে আটক করা ড্রেজার ও বলগেটগুলো ছেড়ে দেওয়া হয়। লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।