মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

লালমোহনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ লাখ টাকা অর্থদণ্ড

লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ড্রেজার এবং বলগেট মালিকদের মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার গজারিয়া খালগোড়া, তেঁতুলিয়া নদীর মোহনা ও লালমোহন খাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানের মাধ্যমে  তাদের এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা মো. জাকির, চরভূতা ইউনিয়নের বাসিন্দা মো. হাবিব এবং চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. সোহাগ।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ওইসব বালু পরিবহনের খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন এবং দুইটি বলগেট আটক করা হয়। পরে খবর পেয়ে ড্রেজার এবং বলগেটের মালিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের বিভিন্ন পরিমাণে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, তবে ড্রেজার ও বলগেটের মালিকরা নদী থেকে অবৈধভাবে আর বালু উত্তোলন এবং পরিবহন করবেন না মর্মে মুচলেকা দিলে আটক করা ড্রেজার ও বলগেটগুলো ছেড়ে দেওয়া হয়। লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরো পড়ুন

Monpura

মনপুরায় অবৈধ উপায়ে ট্যাংরা মাছ বিক্রি, জব্দ করেছে মৎস বিভাগ

মনপুরা প্রতিনিধি ‍॥ ভোলার মনপুরায় বাজারে বিক্রির সময় মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে ধরা এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *