উজিরপুর (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর পৌরসভায় আলেয়া বেগম (৬০) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৯ জুন ) সকাল ৯ টায় দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভি আই পি রোডে নিজ বাড়িতে থেকে ওই নারীর লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানার পুলিশ। নিহত নারী ওই ওয়ার্ডের মৃত নূর মোহাম্মদের স্ত্রী ।
স্থানীয়রা জানান, প্রায় ১৭ বছর আগে তার স্বামী নূর মোহাম্মদ মৃত্যুর পর থেকেই তিন মেয়ে এক ছেলে নিয়ে বসবাস করতেন তিনি।
মেয়েদের বিয়ে হওয়ার পর একপর্যায়ে আলেয়া বেগম একা হয়ে পড়েন। তার ছেলে চাকরির সুবাদে ঢাকা থাকেন। বৃহস্পতিবার সকালে আলেয়া বেগমের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক মনির জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা আলেয়া বেগমের সোয়ার কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।