বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

হিজলায় নৌ-পুলিশ ইনচার্জের বদলি স্থগিত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালের হিজলা উপজেলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান এর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে স্থানীয় জনগণ ও জেলে মৎস্যজীবী সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়।

গত ৫আগস্টের পরে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেন ওয়াহিদুজ্জামান। মাত্র ৯মাসের মাথায় এই কর্মকর্তাকে বদলি করা হয়।

মানববন্ধনে বক্তারা নৌ-পুলিশ কর্মকর্তার সর্ম্পকে বলেন, দীর্ঘদিন নদীতে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল একটি মহল। এই অফিসার যোগদানের পর নদীতে সকল অপকর্ম বন্ধ হয়ে যায়। জেলেরা নির্বিঘ্নে দিনরাত মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করছে ।

উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল বলেন, একজন ভালো কর্মকর্তা ছিলেন ওয়াহিদুজ্জামান। তাকে অল্প সময়ে বদলি করায় জেলেরা নদীতে চাঁদাবাজির আতঙ্কে রয়েছেন। তাই বদলির আদেশ বাতিল করে পুনরায় স্বপদে বহাল রাখার দাবি জানান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *