নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী সদর ইউনিয়নের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। ০১ এপ্রিল ইউনিয়ন সভাপতি মাস্টার আবুল বাশারের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজি মোকাদ্দাছ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. সালাহ উদ্দিন কাওসার।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ডা: কে এম জাহিদুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সালাহ উদ্দিন।
বক্তব্য রাখেন এস এম ইখতিয়ার ওলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তানভীর আহমেদ ফাহাদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও: মাইন উদ্দিন, আলাউদ্দিন প্যাদা, অধ্যাপক মুহা নেসার উদ্দিন, অধ্যাপক কামাল উদ্দিন তালুকদার, মাও: মোস্তাফিজুর রহমান প্রমুখ।