শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

এবার ইসলামী শক্তির পক্ষেই রায় দেবে জনগন— অধ্যক্ষ বাবর

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০জুন) সন্ধ্যায় দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা এরশাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. ইদ্রিস হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের আমির এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের দলীয় প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

তিনি বলেন এবার জনগণ চায় সত্যিকারের পরিবর্তন। দাঁড়িপাল্লা হলো সেই পরিবর্তনের প্রতীক। ইনশাআল্লাহ, জনগণ এবার ইসলামী মূল্যবোধ ভিত্তিক নেতৃত্বকে বেছে নেবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ও মাওলানা কাওছার হামেদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস হাসান, মুহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন হাওলাদার প্রমুখ।

সমাবেশজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা এবং নতুন আশার বার্তা। স্থানীয় নেতারা নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *