পটুয়াখালীর বাউফলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সেতারা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের সেতারা বেগমের সঙ্গে প্রতিবেশী নাসির মোল্লা ও বশির মোল্লা গংদের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসির মোল্লা, বশির মোল্লা ও তাদের সহযোগীরা সেতারা বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতর আহত করেন।
নিহতের ছেলে কাওছার হাওলাদার বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ আমাদের জমি দখলের চেষ্টা করে আসছিল। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।