বাংলাদেশ বাণী ডেক্স।।
ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরাইলের বিমান চলাচল বন্ধ রয়েছে। আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের বৃহত্তম বিমান সংস্থা এল আল ইসরাইল এয়ারলাইন্স, আরকিয়া এবং ইসরাইল জানিয়েছে যে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোকেদের দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য ফ্লাইট স্থগিত রাখবে। এল আল আরও জানিয়েছে, তারা নির্ধারিত ফ্লাইট বাতিলের মেয়াদ ২৭জুন পর্যন্ত বাড়িয়ে দেবে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪এর তথ্য অনুসারে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের বিশাল অংশ এড়িয়ে চলছে।
খবরে বলা হয়েছে, ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বিনিময়ের কারণে ইতোমধ্যেই এই অঞ্চলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
টাইমস অব ইসরাইল জানায়, হামলায় দূরপাল্লার তরল এবং কঠিন জ্বালানি উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়।
এদিকে, বিমানবন্দর ছাড়াও ইসরাইলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানায়, অন্তত ১০টি স্থানে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেলআবিব আবিব এবং উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা।
ইসরাইলের সেনাবিাহিনী জানায়, দুই দফায় সব মিলিয়ে ২৭টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। প্রথম দফায় ২২টি আর দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই প্রথমবারের মতো দুই দফায় হামলা চালালো ইরান।
হামলায় কোথায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।