নিজস্ব প্রতিবেদক।।
আজ ৭ জুলাই সোমবার বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালযয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইরফান, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার আহবায়ক শহিদুল ইসলাম শাহেদসহ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রিকেট সেট, ফুটবল, ব্যাডমিন্টন সেট এবং ভলিবল সেট বিতরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।