শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। 

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাবেয়া নামে শতবর্ষী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনা সদর উপজেলার ৬নম্বর বুড়িরচর ইউনিয়নের মাইঠা নামক এলাকার বাসিন্দা।

রোববার (২২জুন) বিকেল ৫টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ বছর বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে জ্বরে আক্রান্ত শতবর্ষী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যু রাবেয়ার পুত্রবধু মনোয়ারা বেগম বলেন, আমার শাশুড়ি আমার সঙ্গেই থাকতেন। সকালেও তিনি স্বাভাবিক ছিলেন। দুপুরে খাবার খাওনোর জন্য ডাকতে গিয়ে তাকে অবচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাত দিয়ে দেখি তার গায়ে প্রচন্ড জ্বর। এরপর রবিবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বার্ধক্যজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, বরগুনায় মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু। বরগুনার ২৫০শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালে গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬২জন। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১৮৪জন। এ বছর এখন পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ২হাজার ৩২৯জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *