বরগুনা প্রতিনিধি।।
অদ্য ২৮.০১.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলার সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর ফিসনেট প্রকল্পের উদ্দ্যোগে বড়বগী ইউনিয়ন এর চরপাড়া বাজারে বড়বগী ইউনিয়ন এর বিভিন্ন নৌকা মালিক, মাঝি, এবং মৎস্যজীবী সদস্যদের নিয়ে দূর্যোগ পূর্বাভাস কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নৌকা মালিক, মাঝি এবং মৎস্যজীবীদের সাথে ”আর্লি অ্যাকশন প্রোটোকল” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত আর্লি অ্যাকশন প্রোটোকল বিষয়ক প্রশিক্ষণ এ ঝুঁকি ও ট্রিগার, আগাম পদক্ষেপ দায়িত্ব ও সমন্বয় সময়সীমা, নৌকার মাঝিদের ভূমিকা ও দায়িত্ব দুর্যোগের আগে করনীয়, দুর্যোগের সময় করনীয় ও দুর্যোগের পরে করনীয় কি কি এর পাশাপাশি সতর্কতা সংকেত ও তার অর্থ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আজকের আর্লি অ্যাকশন প্রোটোকল বিষয়ক প্রশিক্ষণ এ উপস্থিত সকল নৌযান চালকরা দূর্যোগের সময় নদী ও সাগরপথে যাত্রী পরিবহন, উদ্ধার কার্যক্রম এবং জরুরি যোগাযোগের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করবে ও তাদের জন্য Early Action Protocol এর স্পষ্ট ধারণা, ঘূর্ণিঝড় সংকেত বোঝার কৌশল, আগাম প্রস্তুতি, নিরাপদ নোঙর ও যাত্রী ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আজকের দূর্যোগ পূর্বাভাস কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নৌকা মালিক, মাঝি এবং মৎস্যজীবীদের সাথে ”আর্লি অ্যাকশন প্রোটোকল” বিষয়ক প্রশিক্ষণ এর সঞ্চালকের দ্বায়িত পালন করেন তালতলী উপজেলার সিএনআরএস এর উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক ও আজকের সভায় আরো উপস্থিত ছিলেন, ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন ও ফিল্ড ফ্যাসিলিটেটর এমেন।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।