শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ইরানি হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরাইল

বাংলাদেশ বাণী ডেক্স।। 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেনের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জ্বালানিমন্ত্রী বলেছেন, ‘হামলায় বৈদ্যুতিক ব্যবস্থাপনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল।’ তিন ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার লক্ষ্য ছিল তাদের।

এর আগে ইসরাইল ইলেকট্রিক কর্পোরেশন (আইইসি) জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত অবকাঠামোতে হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আইইসি আরো জানায়, হামলার সঙ্গে সঙ্গে তাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠ পর্যায়ের বিভিন্ন স্থানে যাচ্ছে। অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি পর্যবেক্ষণ করছে তারা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইসরাইল ইলেকট্রিক কর্পোরেশন।

এরআগে ইসরাইল ইলেকট্রিক কর্পোরেশন (আইইসি) জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত অবকাঠামোতে হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আইইসি আরো জানায়, হামলার সঙ্গে সঙ্গে তাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠ পর্যায়ের বিভিন্ন স্থানে যাচ্ছে। অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি পর্যবেক্ষণ করছে তারা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইসরাইল ইলেকট্রিক কর্পোরেশন।

আরো পড়ুন

আট দলের সমাবেশে চমক দেখালেন বরিশাল-৪ আসনের দাঁড়িপাল্লা সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক।। ইসলামী ও সমমনা ৮দলের বরিশাল বিভাগীয় সমাবেশে ব্যতিক্রমধর্মী শোডাউন করে চমক দেখালেন বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *