শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আমার দেশ প্রতিনিধির উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:

হিজলায় সংবাদ সংগ্রহ কালে ‘আমার দেশ’ প্রতিনিধির উপর হামলা

দৈনিক আমার দেশ পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি ও হিজলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়ামিন মোল্লা, অবৈধ মাটি উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন।

জানা গেছে ২৩ জুন, রোজ সোমবার,সকাল ১১ ঘটিকায় উপজেলার বান্ধের বাজার সংলগ্ন মেসার্স এস বি সি ব্রিকস মেঘনার ভাঙ্গন কুল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল। ঐ সময় মাটি উত্তোলনের ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করতে গেলে, বাধা দেন এবং অতর্কিত হামলা করেন ঐ ইট ভাটার মালিক কথিত ক্ষমতাবান নেতা ইদ্রিস মাঝি (মরু)।

সোমবার সকাল থেকেই গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস মাঝি ওরফে মরু নিজে দাঁড়িয়ে থেকে তার মেসার্স এস বি সি ব্রিকসের জন্য ভেকু দিয়ে নদীর তীর থেকে মাটি কাটছিলেন। এ সময় এলাকাবাসী তাকে মাটি কাটতে নিষেধ করা সত্ত্বেও তিনি তা কর্ণপাত করেননি। খবর পেয়ে আমার দেশ হিজলা প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার ছবি তুলেন এবং ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেসার্স এস বি সি ব্রিকসের মালিক ও বিএনপি নেতা ইদ্রিস মাঝি ওরফে মরু তাকে মারধর করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে অবরুদ্ধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সাংবাদিক ইয়ামিন মোল্লা সংবাদ সংগ্রহ করতে গেলে মেসার্স এস বি সি ব্রিকস এর মালিক,ইদ্রিস মাঝি (মরু) মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও মারধর করে ঐ সাংবাদিক কে অবরুদ্ধ করে রাখেন । এলাকাবাসী (মরুর) তোপের মুখ থেকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হলে, এলাকাবাসী হিজলা থানায় ফোন করলে থানা থেকে সাব ইন্সপেক্টর নুরু সহ কয়েকজন পুলিশ সদস্য এসে সাংবাদিক ইয়ামিন কে উদ্ধার করেন।

এলাকাবাসী আরো জানায়, গায়ের জোরে ও বিএনপির নেতার পরিচয়ে মরু এলাকায় নানান অপকর্ম করছে। তার ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি পুলিশ প্রশাসনও ম্যানেজ করে রাখে মরু নামের ওই বিএনপি নেতা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন বলেন, ইদ্রিস মাঝি ওরফে মরু বিএনপির বর্তমান কোনো কমিটিতে নেই। এমন কোনো ঘটনা ঘটলে তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান জানান, বিএনপি নেতা ইদ্রিস মাঝি ওরফে মরু যেখান থেকে মাটি কাটছে, ওই জমিটি আমার। অথচ আমার কাছে কোনো কিছু না বলেই জোরপূর্বক মাটি কাটছে মরু। আমি বাধা দিলেও কোনো কর্ণপাত করেননি। ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম কাজী জানান, বিএনপি নেতা মরু জোরপূর্বক আমার মাটি কেটে নিয়ে গেছে। বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে আমার হাতে আঘাত করে রক্তাক্ত জখম করেছেন।

এ সময় ইদ্রিস মাঝি (মরু) বলেন,তুই কিসের সাংবাদিক? পত্রিকায় নিউজ হলে সাংবাদিক কে দেখে নেয়ার হুমকি দেন।

এ বিষয়ে হিজলা থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম আমার দেশকে বলেন, সাংবাদিকের উপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *