শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুলাদীতে জামায়াতে ইসলামীর মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক।।
মুলাদীতে জামায়াতে ইসলামীর মানবিক সহায়তা ও বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর পুনঃনির্মাণ :
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন  জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান ও বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর পুনঃনির্মাণ করে দেয়া হয়েছে। ২২ জুন রবিবার পৈক্ষা ৯ নং ওয়ার্ডে এই সহায়তা করা হয়, ইউনিয়ন আমীর প্রভাষক মু. দিদারুল আহসান এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সভাশেষে ৯ নং ওয়ার্ডের পৈক্ষা গ্রাম নিবাসী মোঃ খলিল মৃধার জরাজীর্ণ ঘড় জামায়াতে ইসলামীর দায়িত্বে পূননির্মান শেষে হস্তান্তর করা হয়।
সভায় জননেতা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, এবার জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। দাঁড়িপাল্লা দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফের প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনকে সাথে নিয়ে দেশে ইনসাফ কায়েম করতে চায়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার জনগণ ইসলামী শক্তির পক্ষে ঝাঁপিয়ে পড়বে,ইনশাল্লাহ্।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: মো: মোর্শেদ আলম, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা মো: সানাউল্লাহ সাজিদ প্রমুখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *