বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া ডিগ্রী কলেজের সাবেক প্রফেসর ও ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ কাদেরের দাফন সম্পন্ন হয়েছে।তিনি গত ২২ আগস্ট শুক্রবার আনুমানিক রাত ১২.১০ মিনিটে ইন্তেকাল করেছেন।তার পারিবারিক সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে ভুগতে ছিলেন।তিনি বানারীপাড়া ডিগ্রি কলেজে দীর্ঘদিন চাকরি করে অবসর নিয়েছিলেন।মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার পবিত্র জুমআর নামাজ শেষে বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।পরে তার মৃত্যুদেহ তার পৈতৃকবাড়ি উজিরপুরের ওটরায় নিয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও (বর্তমান) সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, পৌর বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, বানারীপাড়া ডিগ্রী কলেজের প্রফেসর কবির হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবির সংগঠনের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।