শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কাজীরহাটে জামায়াতের নির্বাচন প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, “অসহায় ও নিপীড়িত মানুষের সেবা করা আল্লাহর ইবাদত মনে করে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ”।
তিনি সোমবার (২৩ জুন) বিকাল ৪:৩০ টায় কাজীরহাট থানা জামায়াত কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাজীরহাট থানা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেন এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি কাজী লুৎফর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাজীরহাট থানা তত্ত্বাবধায়ক এ্যাডভোকেট মোঃ আজম খাঁন।
সভায় থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী দিনে কর্মপরিকল্পনা গ্রহণ, জনসম্পৃক্ততা এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *