বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দু’আ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল কোতয়ালী থানা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই বুধবার জোহরবাদ চাঁদামারীতে অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ আলতাফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ মাহবুবুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ আব্দুল কুদ্দুস, জামায়াতের বরিশাল জেলার এসিষ্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, পেশাজীবী শাখার নায়েবে আমির মাওলানা অলিউর রহমান, ১০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন কোতয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান কামাল। এছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতয়ালী থানা সেক্রেটারি সেলিম হাওলাদার, সহ সভাপতি মাহাদী হোসাইন, আবু জাফর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *