নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের সংগঠন ‘জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) নতুন কমিটি গঠিত হয়েছে। আজ (২৩জুন) ভাইস-চ্যান্সেলর এর সঙ্গে নবগঠিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে বেলা ১১টা ৩০মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠানের শুরুতেই সকল সদস্যের পরিচয় উপস্থাপন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ শাহজালাল (ডেপুটি রেজিস্ট্রার, ভাইস-চ্যান্সেলর কার্যালয়), মুহাম্মদ জাহিদ আল মামুন (উপ-পরিচালক, আরটিসি) এবং মোঃ আবুল হোসেন (উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, এনএসভিএম অনুষদ)। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন হাচিব মোহাম্মদ তুষার, যিনি বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ড. রাহাত মাহমুদ (উপ-খামার তত্ত্বাবধায়ক, সি: স্কেল) এবং মোঃ আবদুল জলিল (সহকারী রেজিস্ট্রার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ)।
অন্যান্য সম্পাদকদের মধ্যে আছেন: সাংগঠনিক সম্পাদক কে এম শাহাদৎ হোসেন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ লোকমান হোসেন মিঠু (সহকারী রেজিস্ট্রার), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহমুদ আল জামান (সহকারী রেজিস্ট্রার, কর্মকর্তা সেল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুইন আহমেদ (সহকারী রেজিস্ট্রার, কর্মচারী সেল), অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দিন হাওলাদার (সহকারী রেজিস্ট্রার), তথ্য ও গবেষণা সম্পাদক এস.এম. মেহেদী হাসান (ডেপুটি রেজিস্ট্রার) এবং মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ডলি বেগম (সেকশন অফিসার)।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন- সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, সিনিয়র উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ (জনসংযোগ ও প্রকাশনা বিভাগ), ডেপুটি রেজিস্ট্রার মোঃ খায়রুল বাসার মিয়া (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ), প্রধান খামার তত্ত্বাবধায়ক মোঃ আরিফুর রহমান নোমান, চীফ মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান মাহবুব, প্রকৌশলী মোঃ ফারুক হোসেন এবং সহকারী রেজিস্ট্রার এম. রিয়াজ কাঞ্চন শহীদ।
সদস্যদের তালিকায় আছেন- মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ তৌহিদ আল রশিদ সরকার, সালমা আক্তার, ড. মোঃ মিরাজুল ইসলাম, ডাঃ সুলতানা রাবেয়া, মোঃ জিয়াউদ্দিন, শরীফ মেহেদী হাসান, মোঃ মুনিরুজ্জামান, মুহাঃ মাসুম বিল্লাহ, মোঃ আতাউর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ আবদুল্লাহ আল ঈমাম, মোসাঃ নাসিমা বেগম, মোসাঃ মারুফা খাতুন, কাজী কাইয়ুম এবং মোসাঃ নাসরিন আক্তার।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমি আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছি, যাদের কল্যাণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের নবগঠিত কমিটি কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবে বলে আমি আশা প্রকাশ করছি।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক বলেন, “আমরা এ কমিটি যথাসম্ভব স্বচ্ছভাবে গঠন করার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকেই জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত। বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে স্থবিরতা আনা হয়েছিল, আমরা চাই প্রশাসনকে যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে।

বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শহীদ জিয়ার আদর্শের মতো সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে আপনারা সকলে কাজ করে যাবেন—এমনটাই আমার প্রত্যাশা থাকবে। পাশাপাশি সব কিছুতে সবাই নিজেদের বিবেকের চিন্তা-চেতনাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আশা করছি।”
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবগঠিত জিয়া পরিষদ কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “জিয়া পরিষদ—এই নামটির সঙ্গে জড়িয়ে আছে এক ইতিহাস, এক আদর্শ, এক সংগ্রামের প্রতিচ্ছবি। এই সংগঠন যেন পরিশুদ্ধ চিন্তা, পবিত্র দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধের এক আলোকবর্তিকা হয়ে উঠে, সে কামনা করি। সংগঠন গঠনের পেছনে থাকে উদ্দেশ্য, থাকে স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির হাতিয়ার না হয়ে ওঠে, বরং হয়ে উঠুক বাংলাদেশ গঠনের নির্ভরযোগ্য সঙ্গী।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।