নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কুয়াকাটায় বিপন্ন প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে পশ্চিম কুয়াকাটা গ্রামের খান সড়কের পাশে আমেনা প্যালেস সংলগ্ন একটি ডোবা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা জহির খান প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হলে ডোবার একটি জালে কচ্ছপটিকে আটকে থাকতে দেখেন। কচ্ছপটির পিঠে কাঁটার মতো ক্ষতের চিহ্ন ছিল, যা দেখে তিনি বুঝতে পারেন এটি আহত। পরে কচ্ছপটিকে নিজ বাড়িতে এনে প্রাথমিকভাবে চিকিৎসা দেন এবং স্থানীয় প্রাণিপ্রেমী সংগঠন অ্যানিমেল লাভারস্ অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সহযোগিতায় বিকেলে একটি নিরাপদ পুকুরে অবমুক্ত করেন। কচ্ছপটির ওজন ছিল প্রায় ৫ কেজি।
সংগঠনটির টিম লিডার বায়েজিদ মুন্সি জানান, এটি বিপন্ন প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ, যা সাধারণত উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনে দেখা যায়। নরম খোলস ও মাংসাশী স্বভাবের এ কচ্ছপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় পরিবেশবাদীরা জানান, জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সচেতনতা ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণের পথ আরও সুগম করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।