শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
panvision
panvision

রিয়েলিটি শো ‘সুরের আহবান’ বরিশাল পর্বের অডিশন সম্পন্ন

মোশাররফ মুন্না॥ 
জনপ্রিয় আইপি টেলিভিশন প্যানভিশন টিভি আয়োজিত ‍ইসলামী গানের মেগা রিয়েলিটি শো ’সুরের আহবান’ ২০২৫ এর বরিশাল বিভাগীয় অডিশন ২২ জানুয়ারি সরকারি গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ‍ব্যাংক বাংলাদেশ নিবেদিত “তোমার গানে জাগুক সকল প্রাণ” স্লোগানে প্রথমবারের মতো ক ও খ দুটি গ্রুপে ৮ টি বিভাগীয় অডিশনের মাধ্যমে চলছে প্রাথমিক বাছাই পর্ব। দুটি গ্রুপে সমমূল্যের চ্যাম্পিয়ন, রানার্সআপ, দ্বিতীয় রানার্সআপ সহ চতুর্থ থেকে দশম পর্যন্ত রয়েছে ১০ লক্ষ টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট।

বরিশালের অডিশন প্রায় দুই শত শিশু-কিশোর ও বড় শিল্পীদের অংশগ্রহণে জমজমাট আয়োজনে সম্পন্ন হয়। এসময় বাছাই পর্বে উত্তীর্ণ শিল্পীদের ইয়েস কার্ড ও ওয়েটিং কার্ড প্রদান করে বিচারকমন্ডলী। অনুষ্ঠানটি রমজানের প্রতিদিন বিকাল ৩ টায় একুশে টিভি ও প্যানভিশন টিভিতে সম্প্রচার হবে।

অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার সুরকার ও শিল্পী মাসুদ রানা, সুরকার শিল্পী আব্দুল্লাহ আল নোমান, গীতিকার শিল্পী সোহরাব হোসেন জুয়েল, গীতিকার সুরকার শিল্পী আহমদ আল আমীন আরও ছিলেন প্যানভিশন টিভির প্রডিউসার শেখ নজরুল, সহকারী প্রডিউসার আব্দুল কাদের জিলানী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহ-সভাপতি আব্দুল হাই, দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীন ও ইসলামি ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।

অডিশনের বিচারক শিল্পী মাসুদ রানা বলেন, প্রথমবারের শোতে বরিশালের অডিশনে শিল্পীদের আগ্রহ উদ্দীপনা আমাকে মুগ্ধ করেছে। অনেক ভালো শিল্পীদের কণ্ঠ শুনেছি। আশা করছি ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

বিচারক শিল্পী আবদুল্লাহ আল নোমান বলেন,  এই আয়োজন প্রথমবারের মতো শুরে করেছি। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই আয়োজনের মাধ্যমে সারাদেশের মেধাবী শিল্পীরা বেড়িয়ে আসবে। ইসলামি সংগীতের চর্চা বৃদ্ধি পাবে। তাদের মাধ্যমে দেশব্যাপী সংগীতের আরও বেশি খেদমত জাতি পাবে। প্যানভিশন তাদের সাথে থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লিবার্টি আইডিয়াল স্কুলের পরিচালক শিল্পী সাঈদ মাহফুজ, কণ্ঠশীলন একাডেমির পরিচালক শিল্পী শহীদুল্লাহ্ হাদী, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী মোশাররফ মুন্না, মাহাথির মহিউদ্দিন, বর্তমান পরিচালক নুমান বিন ইউসুফ প্রমুখ।

আরো পড়ুন

Ameen

ঝালকাঠি আইনজীবী সমিতির সম্পাদক প্রার্থী অ্যাড. আমিন

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসীল ঘোষণার পরে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *