নিজস্ব প্রতিবেদক
বরগুনার বামনা উপজেলায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট এ্যাকশন প্রকল্প’র অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগহনে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী ও ওয়েব ফাউন্ডেশর যৌথভাবে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন এ সভার অন্যতম লক্ষ্য।
বামনা উপজেলা নির্বাহী অফিসার জনাব নিকহাত আরা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মাহমুল হাসিব, উপজেলা কৃষি অফিসার জনাব মোসা. ফারজানা তাসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব জাফরিন জাহান, প্রেসক্লাব সভাপতি জনাব আবু নাসের সিদ্দিক গোলম কিবরিয়া ও সাধারণ সম্পাদক জনাব মো. নিজাম উদ্দিন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ ও যুব ফোরাম এর সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধিগণ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব নিতহাত আরা বলেন, ‘কমিউনিটির জনগনকে জলবায়ু নিয়ে উদ্বুদ্ধকরণ এই প্রকল্পটির জন্য শুভকামনা। তবে জনগণের জন্য দৃশ্যমান কোন সাপোর্ট দেয়া হলে ভালো হতো। এছাড়া বামনাতে এই সময়ের ডেঙ্গু পরিস্থিতি এই নিয়ে কোন কার্যক্রম জাগোনারীকে করার জন্য আহ্বান জানাই।
বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন বলেন, ‘জাগোনারী বিগত বছরেও মানুষের সহায়তায় কাজ করেছে আমরা দেখেছি। তাই এই প্রকল্পও বামনার মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসবে আমরা আশাবাদী।
জাগোনারী বরগুনা জেলার পাথরঘাটা, আমতলী ও বামনা উপজেলার ১৮টি ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প বাস্তবায়ন করছে; যা ডিসেম্বর ২০২৪ থেকে শুরু জুন ২০২৭মেয়াদে চলমান। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসালটিং গ্রুপ-এর কারিগরি সহযোগিতা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।
প্রকল্পের অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়েও এডভোকেসি কার্যক্রম পরিচালিত হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।