শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়ায় শিশু ধর্ষণ ১০ বছরের কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়ায় শিশু ধর্ষণের মামলায় একজনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী শিশু আদালতের বিচারক মো: আসাদুল্লাহ এর আদালতে এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময়ে আসামী বাধন বসু আদালতে হাজির ছিলো।
আসামী বাধন বসু (১৭) ভান্ডরিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকার ২নং ওয়ার্ডের গৌতম বসু ও শিখা রানীর পুত্র।
মামলা সূত্রে জানাযায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া এলাকার গৃহবধু এক তার দুই মেয়ের মধ্যে এক মেয়েকে নিয়ে নিয়ে বরিশালে চিকিৎসা করাতে যায়। বাড়িতে ছোট মেয়ে ও শ্বশুরকে রেখে যায়।  রাতে শ্বশুর ঘুমিয়ে গেলে সুযোগ বুঝে আসামী বাধন ভিকটিমকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা রোকসানা বেগম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করে।
মামলার বাদী রোকসানা বেগম জানান, ষষ্ঠ শ্রেণীতে পড়া শিশুকে ঘরে একা পেয়ে তার সাথে চরম খারাপ আচারন করেছে। আমার মেয়ের সাথে আমার পরিবারের সাথে সর্বোচ্চ খারাপ কাজ করেছে। আমরা উপযুক্ত বিচার পাইনি। আসামীর সর্বোচ্চ শাস্তি হলে আমরা উপযুক্ত বিচার পেতাম।
নারী শিশু আদালতের পিপি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, ভান্ডারিয়ায় এক শিশু ধর্ষনের অভেযোগে আমরা প্রসিকিউশন মামলাটি প্রমান করতে সক্ষম হওয়ায় আদালত দির্ঘ সাক্ষ প্রমান শেষে আসামীকে ১০ বছরের আটক আদেশ (কারাদন্ড) দিয়েছে আদালত। আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

আরো পড়ুন

নেছারাবাদে কম্বল বিতরণ: দুঃস্থদের সেবায় ট্রলার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা

নেছারাবাদ প্রতিনিধি শীতবস্ত্র বিতরণ ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়িতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *