শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

রাজাপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) উপজেলা পরিষদ চত্বরে সকাল পৌনে ১২টায় এই কর্মসূচির উদ্বোধন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র।
২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় ৪২০ জন কৃষককে উফশী আমন ধানের বীজ ও সার, ১২০ জনকে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার, ১৮০ জনকে লেবুর চারা ও সার, ১৩০ জনকে আমের চারা, ৫০০ জন কৃষক ও ১২০টি প্রতিষ্ঠানে নারিকেল চারা, ৬৪টি কৃষক সংগঠনে তাল চারা, ১৭৫০ শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হবে।
প্রধান অতিথি ইউএনও রাহুল চন্দ তার বক্তব্যে বলেন, কৃষকদের প্রাপ্ত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। এতে করে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষকরা।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *