নিজস্ব প্রতিবেদক।।
বরগুনার বিভিন্ন হাসপাতালে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯৩জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮০জন। এছাড়া ২৫০শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ২০৬জন।
বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ঘণ্টায় শুধু বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮০জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরো ভর্তি রয়েছেন ১৩জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১, বেতগী ২, বামনায় ৬ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৪২ জন।
এ বছর জেলায় এখন পর্যন্ত ২হাজার ৪৯৫জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২হাজার ২৫৩জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
বরগুনা হাসপাতালের আবাসিক অফিসার (মেডিসিন) নিরুপম দাস বলেন, দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপ হচ্ছে। বৃষ্টি হচ্ছে পানি জমছে আবারো এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। চিকিৎসার আগে প্রয়োজন ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।