মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া আজ বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম। আরো বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, মঠবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির আকন। এছাড়া উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।