রিয়াজ ফরাজি।।
ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার মাঝামাঝি এছাকমোর টু খায়ের হাট রাস্তার মাথা সড়কটিতে অবৈধ ব্লাকের রড এবং লোহার পাত সহকারে ট্রাক আটক করেন সাংবাদিক ও স্থানীয় জনগন।
সাংবাদিক জুয়েল মাষ্টার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এছাকমোর টু খায়ের হাট রাস্তার মাথা সড়কটিতে অবৈধ ব্লাকের রড এবং লোহার পাত ভর্তি ট্রাক ভোলার খায়ের হাট রাস্তার মাথা এছাকমোড় হয়ে ভোলার বাহিরে যাবে, এমন তথ্য পেয়ে স্থানীয় বিশ্বস্ত কয়েকজন লোক দিয়ে ট্রাক টিকে আটক করা হয়,পরবর্তীতে আটককৃত ট্রাকটি বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জামাল এর কাছে জব্দকৃত ট্রাক এবং মালামাল বুঝিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ জামাল জানান, দৌলতখান থানার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের নির্দেশে এখানে আসি এবং ট্র্যাকটি আটক করে আমাদের হেফাজতে নেই। এছাড়াও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানকেও অবগত করা হয়, ওনি সাফ সাফ জানিয়ে দেন, আগে আমার কাছে অভিযোগ করেন পরে আমি ব্যবস্হা নিচ্ছি, এই নিয়ে সোস্যাল মিডিয়ায় ওসি সিদ্দিকুর রহমানকে নিয়ে বির্তকের সৃষ্টি হয়।
আটককৃত মালবাহী ট্রাকের বিষয় বোরহানউদ্দিন উপজেলার প্রশাসনের কাছে জানালে তিনিও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলে যেতে বলেন, তাও নাকি অভিযোগ ছাড়া যেতে অস্বীকৃতি জানান। এই নিয়ে সোস্যাল মিডিয়া বিতর্কিত হন ওসি সিদ্দিকুর রহমান। উল্লেখিত বিষয় জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানকে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি এবং এই নিউজ লেখা অব্দি পর্যন্ত কল ব্যাক করেননি।
স্থানীয়রা জানায়, ট্রাক্টকটি এছাক মোড় থেকে ব্ল্যাকের মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময়, সাংবাদিকের সহায়তায় ব্ল্যাকের মালামাল বহনকারী ট্রাকটি আমরা আটক করি এবং পরবর্তীতে সাংবাদিক মোঃ জুয়েল মাষ্টারকে জানালে, সে থানায় সংবাদ দিলে বাংলাবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ জামাল আসে, পরবর্তীতে ব্ল্যাকের মাল ভর্তি এ ট্রাকটি মোঃ জামালের কাছে বুঝিয়ে দেই। এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানায়, সন্দেহ করে ট্রাকটি আটক করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।