বানারীপাড়া প্রতিনিধি।।
বানারীপাড়া পৌরসভার ব্যস্ততম সড়কে চলাচলের ভোগান্তি লাঘবে ২৬ জুন বৃহস্পতিবার একটি স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামী। কর্মসূচির নেতৃত্ব দেন পৌর আমীর কাওসার হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলো বানারীপাড়া যুব সেবা টিম ও পৌরসভা কতৃপক্ষের টিম।
এছাড়াও অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, পৌর বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল মল্লিক, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
পৌর শহরের ব্যস্ততম মধুচাক সংলগ্ন প্রধান সড়কটি পানির লাইন ও ড্রেন সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ থাকায়, বিকল্প হিসেবে ব্যবহৃত সংযোগ সড়কটি অতিরিক্ত চাপের মুখে পড়ে। তবে এই সংযোগ সড়কের দুরবস্থা এবং জমে থাকা ময়লা-আবর্জনা জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে জামায়াতের পক্ষ থেকে এই সড়কটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।
সকাল থেকেই নেতাকর্মীরা হাতে গ্লাভস, কোদাল ও বস্তা নিয়ে নেমে পড়েন সড়ক পরিষ্কার কাজে। সাধারণ পথচারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য সংগঠনকেও এমন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।