আযাদ আলাউদ্দীন।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব সংগীত দিবস। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে বরিশালের ২৮টি সাংস্কৃতিক সংগঠন ও কয়েকশত শিল্পী অংশ নেন। তাঁরা সংগীত পরিবেশন করে সুরের ছোঁয়ায় দর্শক স্রোতাদের মুগ্ধ করেন।
২৭ জুন শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ’সুর সম্মিলন‘ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। তিনি তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সকল শিল্পী, সংগঠক ও অভিভাবকদের বিশ্ব সংগীত দিবসের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী সাংস্কৃতিক জোট ও বরিশাল জেলা জাসাসের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক আযাদ আলাউদ্দীন, মহানগর জাসাসের আহবায়ক মীর আদনান আহমেদ তুহিন, সংগীত পরিচালক মীর সাব্বির হোসেন শামীম ও সজীব আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ চক্রবর্তীসহ বরিশালের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের সংগঠকরা।
রিমি সাব্বির ও রফিকুল ইসলামের সংগীত পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে সংগীত পরিবেশন করে মুলাদী সংগীত বিদ্যালয়, বরিশাল সংস্কৃতি কেন্দ্র, সুরের ছোঁয়া সংগীত একাডেমি, সুর সাধনা সংগীত একাডেমি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) বরিশাল জেলা দক্ষিণ, সংগীতাঞ্জলী, নন্দন সাংস্কৃতিক সংগঠন, জিয়া সাংস্কৃতিক সংগঠন, জিয়া শিশু কিশোর মেলা, জীবনানন্দ ললিতকলা একাডেমি, পদাতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন-জাসাস (বরিশাল মহানগর), অমৃতলাল দে সংগীত বিদ্যালয়, স্বরলিপি সংগীত বিদ্যালয়, আপন সংগীত সংগঠন, বর্ণ একাডেমি, প্রান্তিক নৃত্য ও সংগীত বিদ্যালয়, তানসেন সংগীত বিদ্যালয়, মিরর ব্যান্ড বরিশাল, আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, জবা সংগীত একাডেমি, স্বরময়ী, চাঁদের হাট, বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন ও বাংলাদেশী সাংস্কৃতিক জোট। প্রতিটি সংগঠনের ভিন্ন ভিন্ন পরিবেশনা ও সুরের মোহনায় বিমোহিত হন দর্শকরা।
অনুষ্ঠানে আগত শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা বলেন, প্রতিবছরই বিশ্ব সংগীত দিবস এসেছে এবং চলে গেছে, কিন্তু এবারের বিশ্ব সংগীত দিবস বরিশালের সংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
শিল্পী অভিভাবক ও স্কুল শিক্ষক সাইফুন নাহার মিতু বলেন, আজকে শিল্পকলা একাডেমির পুরো আয়োজনটিই অনেক সুন্দর ছিলো, শিল্পী ও সাংস্কৃতিকগুলোকে যেভাবে ফুল দিয়ে সম্মানিত করা হয়েছে তা সবাইকে অনুপ্রেরণা যোগাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।