রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

জানাজা পূর্ব সমাবেশে যা বললেন হাদির বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক ।।

শহীদ শরিফ ওসমান হাদির খুনিরা পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে সীমান্ত অতিক্রম করেছে- এ দাবি করে তার বড় ভাই ও বরিশাল বাঘিয়া আলআমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক বলেছেন, ‘সাত থেকে আট দিন হয়ে গেলো, রাজধানী ঢাকায় জুমা নামাজের পর খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে, তারা কেমন করে গেলো? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম।’ আজ শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবু বকর বলেন, ‘আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন। টকশো তে শুনেছেন। ওর সবসময় শহীদি তামান্না ছিল। তাই হয়তো আল্লাহ ওর শহীদি মৃত্যু নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে এই ঋণ কোনোদিনও ছাড়ব না, আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি।’

আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘সাত-আট দিন হয়ে গেলো, এখনো পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে! আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, ওর স্ত্রী-সন্তানের জন্য দোয়া করি।’

হাদির বড় ভাই বলেন, ‘ওসমান হাদি আর কোনোদিন ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ তৌহিদি জনতা তোমার জন্য পাগল! ওসমান তুমি মরো নাই, তুমি আমাদের পাগল বানিয়ে দিয়ে গেছো!’

আরো পড়ুন

বরিশালে ৪ ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক-৪

নিজস্ব প্রতিবেদক বরিশাল সদর উপজেলার গিলাতলী এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *