নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বরিশাল জেলার নায়েবে আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক বরিশাল জেলা সভাপতি মাস্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে বরিশালের একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখার সাবেক সাথী ও সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলার সভাপতি ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা পূর্বের সাবেক সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য সাবেক পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক শাহ আলম। বরিশাল জেলার নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান, বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী ছাত্রশিবির সাবেক বরিশাল জেলা পূর্বের সভাপতি সাবেক বরিশাল মহানগরী সভাপতি, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিনের কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য আইবি ডাব্লিউএফ ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী সগীর বিন সাঈদ, ইসলামী ছাত্রশিবির সাবেক বরিশাল জেলা পশ্চিমের সভাপত বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট আজম খান, সাঈদ আহমদ খান, সফিউল্লাহ তালুকদার, সৈয়দ গুলজার আলম, নূরুল হক সোহরাব, কাওসার হোসাইন, মো: রিয়াজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের জন্য পূর্বসুরীদের ত্যাগ ও কুরবানির স্মৃতিচারণ করেন। তাদের রেখে যাওয়া কাজ আন্তরিকতার সাথে আঞ্জাম দেয়ার আহবান জানান। তিনি আশাবাদ ব্যাক্ত করেন আগামী নির্বাচনে যদি আমরা সর্বোচ্চটুকু দিয়ে জনগণের কাছে পৌছতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।