শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

হিজলা প্রতিনিধি ।।
লায়ন্স জেলা (৩১৫ এ১) বাংলাদেশ এর পক্ষ থেকে বরিশালের হিজলা উপজেলার দুটি দুর্গত অঞ্চলে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় সরকারি সংহতি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ও দুপুর ১২টায় চরকুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া, লেডি গভর্নর লায়ন শারমিন সেলিম তুলি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এলসিআইএফ ইমার্জেন্সি গ্রান্ট (ইএম‌আর ২৬৬১৩/৩১৫এ১) এর অর্থায়নে ২০২৪-২৫ কার্য বর্ষের শেষ ত্রাণ বিতরণ কার্যক্রম এটি।
এর আগেও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগে এ অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে তারা জানিয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভাইস জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম শিকদার, কেবিনেট সেক্রেটারী লায়ন এডভোকেট কামরুল হাসান খায়ের, লায়ন ইজি: আকরাম উজ্জামান, লায়ন তরিকুল ইসলাম মাসুম, লায়ন শেখ মোঃ হালিম, লায়ন গাজী বরকত উল্লাহ, লায়ন কামাল উদ্দিন, লায়ন মোশারেফ হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *