শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় পুলিশ সুপার’র সুধী সমাবেশ ও মত বিনিময় সভা

হিজলা প্রতিনিধিঃ

হিজলা উপজেলায় থানা-প্রশাসনের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করলেন বরিশাল জেলা পুলিশ সুপার। ২৮ জুন, সকাল ১০টায় হিজলা থানা কমপ্লেক্স ভবনে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম এর সভাপতিত্ত্বে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল ও সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না। হিজলা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিক বিশ্বাস, অন্যান্যের মধ্যে
উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।

এ সময়ে বক্তব্যে সুধী বৃন্দরা বলেন হিজলা উপজেলা নদীবেষ্টিত এলাকা, একশ্রেণীর লোক হিজলা উপজেলার নদী থেকে বালু কেটে হিজলার মানচিত্র বিলীন করে দিচ্ছে, এর থেকে পরিত্রাণ পেতে পুলিশ সুপার মহোদয় কে অবহিত করেন।

মাদকদ্রব্য, অবৈধ ইটভাটা, ইভটিজিং ও ভূমিদস্য সহ নানা বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করেন এবং এ সকল কার্যকলাপ থেকে বাঁচার জন্য মহোদয়ের নিকট জোড় আবেদন করেন। অবৈধ কার্যকলাপে সম্পৃক্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর হস্তে দমন করার জন্য পুলিশ সুপার মহোদয় কাছে দাবি জানান।

পুলিশ সুপার মহোদয় জানান, আমাদের প্রশাসন যথাযথভাবে তৎপর হয়ে আছে। এ ব্যাপারে আমি, আমার প্রশাসন যথাযথ চেষ্টা করে যাবো।এবং প্রতিহত করার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এ বলে সকলকে আশ্বস্ত করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *