শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তারুণ্যের উৎসবে বরিশাল বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগারের প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক।।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়।
তৃতীয়-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গ্রæপ-ক, ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীদের গ্রæপ-খ ও একাদশ- স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের গ্রæপ-গ এর ‘জুলাই ভিত্তিক ছড়া’ আবৃত্তি যথাক্রমে আগামী ১৫, ১৬ ও ১৭ জুলাই এবং ‘আমার জুলাই’ বিষয়ক উপস্থিত বক্তৃতা যথাক্রমে আগামী ০৪, ০৫ ও ০৬ আগস্ট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে।

আবৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা গ্রুপ অনুযায়ী যথাক্রমে আগামী ১৫, ১৬ ও ১৭ জুলাই এবং উপস্থিত বক্তৃতার জন্য গ্রুপ অনুযায়ী যথাক্রমে ০৪, ০৫ ও ০৬ আগস্ট ২০২৫ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। উল্লেখ্য যে, শিক্ষার্থীদের আইডি কার্ড সাথে রাখতে হবে এবং সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের ওয়েবসাইট publiclibrary.barisaldiv.gov.bd তে ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সাদিয়া মাহবুব স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *