নিয়ামুর রশিদ শিহাব
গত বছরের ২রা জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে গণপদযাত্রা করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। এ দিন দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল শুরু করেছিল শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নীলক্ষেত, নিউমার্কেট, সাইন্সল্যাব, বাটা সিগন্যাল, কাটাবন হয়ে শাহবাগ মোড়ে এসে থামে। এ সময় শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে দেড় ঘণ্টা অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। ফলে চতুর্দিকে তীব্র যানজট দেখা দেয়। এ সময় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসময়ে অধিভুক্ত সাত কলেজ এবং রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ’ ইত্যাদি গান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়ে মিছিল সহকারে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বাসভবন অভিমুখে রওনা হন।
এ দিকে একই দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছিল। অবরোধের আগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছিল ববির শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভ মিছিল শেষে ২রা জুলাই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। প্রায় ২৫ মিনিট অবরোধ করে রাখে তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ও ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।